উল্লেখ্য গত ১১ অক্টোবর সকাল ৯টা ৩০মিনিটে কলেজে আসার পথে অপহরণ হয় কলেজ ছাত্রী অমি খানম। অমি খানমের পিতা মোঃ মনির হোসেন খান জানান, উপজেলার দত্তেরগাঁও গ্রামের সবুজ খানের ছেলে লিমন খান (২০) তার মেয়েকে কলেজে আসা যাওয়ার পথে প্রেম নিবেদনসহ কু প্রস্তাব দিয়ে আসছে। ফলে বিষয়টি লিমন খানের পিতা-মাতাকে জানালে লিমন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে লিমন তার বন্ধুদের নিয়ে আমার মেয়েকে অপহরণ করে।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় ১৩ অক্টোবর মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মেয়েটি প্রাপ্ত বয়স্ক। অপহরনের বিষয়টি সন্দেহ ভাজন। আমরা অমি খানমকে উদ্ধারের চেষ্টা করছি।