খোলা বাজার ২৪, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ঃ আব্দুল আউয়াল,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:বানারীপাড়া থানা পুলিশ আন্ত জেলা জাল জালিয়াত চক্রের অন্যতম সদস্য সেলিম বেপারীকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার হারতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আন্ত জেলা জালিয়াত চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জালিয়াত মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত মো. জহিরুল ইসলাম জানান বানারীপাড়ার ইলুহার থেকে গ্রেফতার করা মন্নান তালুকদারের স্বীকার উক্তি অনুযায়ী সেলিমসহ এ যাবৎ আরো ৫ জনকে গ্রেফতার করা হলো। মান্নান বেপারীকে গ্রেফতারের পর থেকে সেলিম বেপারীর পালাতক ছিল।
সেলিম বেপারীর বাড়ী থেকে ৬৬ টি দলিল ও বিভিন্ন আদালতের ২৫ টি ডিক্রি/ মামলার রায়ের কপি উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে সবগুলোই জাল। সেলিম বেপারীর নামে উজিরপুর থানায় দু’টি জালিয়াতি, একটি অপহরন, একটি চাঁদাবাজী একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। দুর্ধর্ষ সেলিম বেপারীর অত্যাচারে অতীষ্ট হয়ে এলাকাবাসী তার একটা চোখ উপড়ে ও একটি পা ভেঙ্ েদেয়।
এ পঙ্গুত্বের অজুহাতে সে বহু অপকর্ম করেও পার পেয়েছে। সেলিম বেপারীকে গ্রেফতার করা হয়েছে এমন খবর পেয়ে গতকাল সোমবার স্বাক্ষি দিতে বানারীপাড়ায় থানায় হাজির হন উজিরপুরের হারতা এলাকার তার জালিয়াতির শিকার আশিতিপর বৃদ্ধ উপেন্দ্র পাড়, সত্তোরোর্ধ সরস্বতি মন্ডলসহ গৌরাঙ্গ পাড়, সুনিল পাড়, সুমতি দাস, লক্ষি পাড়, কাজল পাড়, নিমচাদ পাড়, শরৎ রায়, রঞ্জিত মন্ডল, আশালতা মন্ডলসহ অনেকে।
তারা জানায় তাদের সহায় সম্বল জাল জালিয়াতির মাধ্যমে সেলিম বেপারী, তার স্ত্রী রুনা বেগ, ছেলে গোলাম কিবরিয়া, গোলাম মিঠু, গোলাম মাওলা, ভাই মোফাজ্জল হোসেন এবং মেয়ে লাভলী বেগমের নামে লিখে দখল করে নেয়। তারা জানান ২০ বছর আগের ফেরিওয়ালা সেলিম বেপারী জাল জালিয়াতির মাধ্যমে প্রচুর অর্থবৈভবের মালিক বনেগেছেন।
সরস্বতি মন্ডল জানান তার বাঢ়ী দখল করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে বিশাল অট্টালিকা নির্মান করেছে। আর তার মাথা গোজার ঠাঁই না থাকায় অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে। পুলিশ সেলিমে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে। ওসি মো. খলিলুর রহমান জানান জালিয়াত চক্রটি ধরা পড়ায় এলাকার মানুষ কিছুটা সস্তি ফিরে পেয়েছে। তদন্ত করে এর আর যদি কেহ জড়িত থাকে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে।
এছাড়া বানারীপাড়া থানার এএস আই মনির ইলুহার এলাকা থেকে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী নিখিল দাসকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।