খোলা বাজার ২৪,বুধবার .১৭ অক্টোবর ২০১৮ঃ একদিন সৌরজগতে এক ট্রিলিয়ন মানুষ থাকবে- এমন আশা প্রকাশ করেছেন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন-এর প্রতিষ্ঠাতা ও মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। এই লক্ষ্যে পৌঁছাতে রকেট নির্মাতা ও পরিচালনা প্রতিষ্ঠানটি কীভাবে পরিকল্পনা করছে তা নিয়ে সোমবার জানিয়েছেন বেজোস, খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো-তে এক সম্মেলনে বেজোস বলেন, “আমি এই দীর্ঘমেয়াদী অভিযানের বাস্তবায়ন দেখা পর্যন্ত বেঁচে থাকব না। পৃথিবী সীমাবদ্ধ- এই একদম সত্য বিষয়টির বিরুদ্ধে আমরা আগানো শুরু করছি।”
বেজোস বলেন, ব্লু অরিজিন-এর লক্ষ্য হচ্ছে মহাকাশে প্রবেশের খরচ কমানো। ব্লু অরিজিন-কে সমর্থনে সামনের বছর শত কোটি ডলারেরও “কিছু বেশি” খরচ করবেন বলেও জানান তিনি।
“আমাদের হাজার হাজার প্রতিষ্ঠান দরকার। শেষ ২০ বছরে আমরা অনলাইনে যে গতিশীলতা দেখেছি মহাকাশেও তেমনটাই দরকার। আর আমদের পক্ষ্যে এটি করা সম্ভব”- বলেন বেজোস।
ইলন মাস্ক-এর স্পেসএক্স আর রিচার্ড ব্র্যানসন-এর ভার্জিন গ্যালাকটিকও বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের দিকে লক্ষ্য নিয়েছে।
নিজেদের লঞ্চ সিস্টেম প্রটোটাইপ বানাতে গেল সপ্তাহে ব্লু অরিজিন আর অন্যদের বাছাই করেছে মার্কিন এয়ার ফোর্স। পেন্টাগনের এই চুক্তির ফলে নিউ গ্লেন রকেট বানাতে ৫০ কোটি ডলার পাচ্ছে ব্লু অরিজিন।