Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি : ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। এরই মধ্যে নির্বাচনী হাওয়া লেগে গেছে দেশের সংসদীয় আসন গুলোর বিভিন্ন এলাকায়। মনোনয়ন প্রত্যাশীরা নিয়মিত জনসংযোগ করে বেরাচ্ছে তৃনমুলে। প্রচারনায় অংশ হিসাবে অনেকেই অনেক পন্থা অবলম্বন করছেন তবে যে যাই করুক জনগনের আদালতের রায় দিবেন শেখ হাসিনা। জনগনের কল্যান যেখানে, সেই সাথে জনতার চোখ যার চোখে, সেই যে নৌকার মাঝি হতে চলছে এতে কোন সন্দেহ নেই। 

এদিকে সিমান্তবর্তী জেলা তিস্তার কোল ঘেঁষে যাওয়া উওর জনপদের লালমনিরহাট -১ আসনটিতে দেশের অন্য আসনগুলোর ন্যায় বয়ে চলছে নির্বাচনী হাওয়া।

তিনবারের এমপি মোতাহার হোসেন ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন তিনি। আবারও মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তিনি এলাকায় সভা-সেমিনার ছাড়াও বিভিন্ন উপায়ে বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের অবস্থান ও উন্নয়নের নানা দিক তুলে ধরছেন। নৌকা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি দোয়া চাইছেন ভোটারদের কাছে।

এমপির পক্ষ নিয়ে সাধারন জনতার একটাই দাবী আর তা হলো "জোটের বৃহত্তম স্বার্থে হলেও হাতীবান্ধা-পাটগ্রাম আবারো উন্নয়নের স্বার্থে জাতীয় নির্বাচনে লালমনিরহাট-১ এই আসনটিতে যেন নৌকারেই পাল তোলা হয়।

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় লালমনিরহাটে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি হাতীবান্ধা-পাটগ্রামের জন প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে যাওয়ার পর শেখ হাসিনার হাত ধরে এ জেলায় উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছি। মহাসড়ক ও রেলপথ সংস্কার করা হয়েছে। ধরলা নদীতে ব্রীজ নির্মাণ করা হয়েছে। তিস্তা নদীতে ২য় সড়ক সেতু নির্মাণ করা হয়েছে। হাতীবান্ধা উপজেলা পবিষদ ভবন ও থানা ভবন কমপ্লেক্সে রুপান্তর করা হয়েছে। দুই উপজেলার সকল বিদ্যালয়ে অবকাঠামো গত উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে এ জেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে উন্নয়ন করতে সহযোগিতা করবেন।