বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ নজিরবিহীন: মাহবুব উদ্দিন

খোলা বাজার ২৪,  রবিবার  ২৮ অক্টোবর ২০১৮ঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন  বেগমখালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ পরিচালনার মধ্য দিয়ে সরকার পুরানো কেন্দ্রীয় কারাগারে নতুন নজির সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

রবিবার (২৮ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার নিয়ে করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা খালেদা জিয়ার অনুপস্থিতিতে নিম্ন আদালতে বিচার পাইনি, হাইকোর্টে বিচার পাইনি। আপিলে বিচারের জন্য গিয়েছি। আগামীকাল আদেশ হবে, আমরা আশা করি সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাবো। খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচারের বিষয়টি নিষ্পত্তি (আপিলে) হবে।’

আসামিকে কারাগারে রেখে বিচারের নজির পৃথিবীতে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আসামি (খালেদা জিয়া) হাসপাতালে আছেন, মামলার বিচার হবে, বিচারের রায় হবে। পৃথিবীর ইতিহাসে এটা নতুন নজির।’

আগামীকাল মামলার রায় হতে পারে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আদালতের আদেশের ওপর নির্ভর করবে। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।’

খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থা বিবেচনা না করে রায়ের দিন ধার্যকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আদালতের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি না। আমরা খালেদা জিয়াকে আইনগত সহায়তা দেয়ার লক্ষ্যে দেশের সর্বোচ্চ আদালতে এসেছি।’

উল্লেখ্য, জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

খালেদা জিয়া ছাড়াও মামলার অপর তিন আসামির মধ্যে বেগম জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক আছেন। এছাড়া হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান কারাগারে আছেন।