খোলা বাজার ২৪, রবিবার ২৮ অক্টোবর ২০১৮ঃ শিশুদের জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠুক, কামনা করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাচ্চারা আনন্দময় শৈশব নিয়ে বড় হয়ে উঠুক, তা সবারই কাম্য। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাচ্চাদের জীবনে আনন্দ নেই। সকালে ঘুম থেকে ওঠার পর তাদের টেনেহিঁচড়ে স্কুলে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, স্কুলগুলো দেখতে বেশিরভাগই ছোট্ট খাঁচার মতো। সেখানে কোনো খেলার মাঠ নেই। তেমন কোনো সংস্কৃতির চর্চা নেই। এটিই তাদের দৈনন্দিন জীবন। বাচ্চাদের এ জীবন থেকে মুক্তি দিতে হবে। বাচ্চাদের জীবন আনন্দময় করতে হলে তাদের নদী, ফুল, পাখি দেখার পরিবেশ সৃষ্টি করতে হবে।
রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জয়নুল আবেদীন আর্ট স্কুলের আয়োজনে এবং ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘দ্বিতীয় আন্তর্জাতিক ও ১৩তম জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতা ও প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, বাচ্চাদের নিজস্ব কল্পনার জগৎ রয়েছে। সেজন্য ওদের স্বাধীনতা দিতে হবে। তবেই ওদের সুপ্ত প্রতিভা বিকশিত হবার সুযোগ পাবে। মানবিক বিকাশের জন্য সংস্কৃতি চর্চা যেমন- গান শোনা, কবিতা আবৃত্তি, নৃত্য চর্চা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার এলিসন মেরি ব্লেইক, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-মিশন প্রধান জোয়েল রিইফম্যান, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক শাহ আলম এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আজিজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন জয়নুল আবেদীন আর্ট স্কুলের পরিচালক শংকর ধর।