শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বুধবার ৩১ অক্টোবর ২০১৮ঃ রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে একটি বাসা থেকে নির্মম নির্যাতনের শিকার হাওয়া বিবি (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গৃহকর্তা শরিফ চৌধুরীকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে অভিযোগ পেয়ে ওই বাসা থেকে তাকে উদ্ধার করে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়  ।

কিশোরগঞ্জ তারাইল উপজেলার নগরকুল গ্রামের শুনু মিয়ার ৪ সন্তানের মধ্যো বড় হাওয়া। বর্তমানে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ই ব্লক, রোড ৮/২ এর ৪৩ নং বাড়ির ৬ তলায় শরিফ চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো হাওয়া।

গৃহকর্মী হাওয়া বিবির মামাতো বোন শাহনাজ আক্তার জানান, ৪ মাস আগে শরিফ চৌধুরীর বাসায় মাসিক ৫ হাজার টাকায় বেতনে হাওয়াকে কাজের জন্য দেওয়া হয়। তার পর থেকে আমরা হাওয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা আমাদের দেখা করতে দেয়নি। একে একে চারটি মাস পেরিয়ে গেলেও আমার তার সাথে দেখা করতে না পেরে, খিলগাঁও থানার পুলিশের শরণাপন্ন হই। থানায় অভিযোগ দিলে পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে হাওয়াকে উদ্ধার করেন।’

তার মাথা, গালে, পিঠে, পা সহ সমস্ত শরীরে পুরাতন ও নতুন আঘাতের চিহ্ন রয়েছে। সে নিজেই জানায়, কোন কাজের ভুল হলে তাকে রড দিয়ে পেটানো হতো। কান্নাকাটি করলে আরো বেশী পিটাতো।

হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, ‘আমরা যখন মেয়েটিকে উদ্ধার করতে শরীফ চৌধুরীর বাসায় যাই আমাদের দেখে শরীফ চৌধুরী অনেক ক্ষমতা দেখায়। নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করেন। পরে এক পর্যায়ে নির্যাতিতা হওয়াকে আমাদের সামনে হাজির করে।’

খিলগাঁও থানা (ওসি) মশিউর রহমান জানান, ‘নির্যাতিত গৃহকর্মীর পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা থানায় এলেই  দ্রুত মামলা নেওয়া হবে। আপাতত শরীফ পুলিশ কাস্টরিতে আছে । তবে শিশুটির শরীরে ভয়াবহ নির্যাতনের আঘাত দেখা গেছে।’