Friday , April 19 2019
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / বলিউডে সাইফের মেয়ে সারার আবেদরময়ী চুমুতে ঝড়

বলিউডে সাইফের মেয়ে সারার আবেদরময়ী চুমুতে ঝড়


খোলা বাজার ২৪,শুক্রবার,০২ নভেম্বর ২০১৮ঃ বলিউডে পা রেখেছে পতৌদি নবাব পরিবারের তৃতীয় প্রজন্ম। শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলি খান ও মেয়ে সোহা আলি খানের পর এবার বলিউডের পর্দা কাঁপাতে এসেছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। প্রথম ছবির টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন তিনি। আর এই ঝড়ের কারণ টিজারে দেখা যায় সারার এক আবেদরময়ী চুমু। 

 

সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত প্রথম ছবি ‘কেদারনাথ’ এর টিজার। আর এতেই বাজিমাত করেছেন ২৫ বছর বয়সী এই তরুণী। বাজিমাদের কারণ ছবির নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারার চুমুর দৃশ্য। 

 

সাইফের মেয়ে বলিউডে পা রাখা মাত্রই বলিউড তথা চলচ্চিত্রপ্রেমীদের মনে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছিল। টিজারের প্রকাশের পর যে উম্মাদনা শুরু হয়েছে তাতে মনেই হচ্ছে সুপারহিট একটি ছবি উপহার দিতে যাচ্ছেন নবাবজাদী সারা। আগামী ৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24