Friday , April 19 2019
ব্রেকিং নিউজ :

Home / তথ্য প্রযুক্তি / আগামীকাল তফসিল ঘোষণা : সিইসি

আগামীকাল তফসিল ঘোষণা : সিইসি


খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোট নেতাদের স্বাগত জানিয়ে সিইসি আরো বলেন, আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের আগে আলোচনা করতে আজ বুধবার সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশনে যান। এরপরে তারা সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

About kholabazar 24