Friday , April 19 2019
ব্রেকিং নিউজ :

Home / অন্যরকম / বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কাদের সিদ্দিকীর গুলশান কার্যালয়ে বৈঠক

বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কাদের সিদ্দিকীর গুলশান কার্যালয়ে বৈঠক

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কাদের সিদ্দিকী

খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ  বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার সন্ধ্যায় বিএনপির গুলশানে রাজনৈতিক কার্যালয়ে  তিনি যান।

এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Print Friendly, PDF & Email

About kholabazar 24