Friday , April 19 2019
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / ৪ শিল্পীকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৪ শিল্পীকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০৮ নভেম্বর ২০১৮ঃ  চার গুণী শিল্পীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা ও অসহায়ত্ব দূর করতে তাদেরকে ৯০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুদানপ্রাপ্ত শিল্পীরা হলেন- অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি।

আজ (বৃহস্পতিবার) সকালে এই চার গুণী শিল্পীকে গণভবনে ডেকে ৯০ লাখ টাকা অনুদান প্রদান করেন শেখ হাসিনা।

তাদের মধ্যে প্রবীর মিত্র ও রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ করে এবং অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি পেয়েছেন ২০ লাখ করে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24