Friday , April 19 2019
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল-এর সাথে ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স এ্যারেঞ্জমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল-এর সাথে ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স এ্যারেঞ্জমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর 

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০৮ নভেম্বর ২০১৮ঃ প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে প্রেরণের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল-এর সাথে সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স এ্যারেঞ্জমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নভেম্বর ৮, ২০১৮ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী, অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামস্-উল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী ওসমান আলী ও সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুজ্জামান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়েরসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন থেকে ইতালি প্রবাসীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এস.আর.এল এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পাশাপাশি সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ গ্রাহক তথা রেমিটেন্স গ্রহণকারীর কাছে অতি সহজেই অর্থ পাঠাতে পারবেন যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযাজ্য। 

Print Friendly, PDF & Email

About kholabazar 24