Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন। বাংলাদেশের আলোচিত এই নির্বাচনের ওপর নজর রাখবে চীন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দেশটির রাজধানী বেইজিংয়ে ফরেন অফিস কনসালটেশন বা এফওসির আওতায় বৈঠকে এমন বার্তাই দেয়া হয়েছে।

নির্বাচনের পর বাংলাদেশের সরকার প্রধানকে চীন সফরের আমন্ত্রণের পরিকল্পনার কথাও জানিয়েছে বেইজিং। দ্বিপক্ষীয় ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হক। আর চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- দেশটির ভাইস মিনিস্টার কং যুয়াইও।

ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচনের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ব্যাচ পাঠানো নিশ্চিত করা, বিশেষ করে মধ্য নভেম্বরে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার যে সিদ্ধান্ত হয়েছে সেটি যেন মিয়ানমার পালন করে তা নিশ্চিত করতে চীনের সহায়তা চাওয়া হয়েছে। জবাবে চীনের ভাইস মিনিস্টার সংকট উত্তরণে বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় উদ্যোগ ও চেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।