Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধি) নরসিংদী পৌর শহরে শুক্রবার সকালে বাবাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে । শহরের চৌয়ালতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম করিম মিয়া(৫৫)। সে একজন মুদি দোকানি। হত্যাকারী ছেলের নাম মামুন(২২)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মামুন টাকার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করছিল। তার জের ধরে বৃহস্পতিবার রাতে ঝগড়া করে। শুক্রবার সকালে মামুনের আঘাতেই তার বাবার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, চৌয়ালায় করিম মিয়ার ছেলে মামুন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত কয়েক মাস ধরে তার বাবা করিমকে বাড়ি বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করছিল।
বাড়ি বিক্রিতে বাবা রাজি না হওয়ায় শুক্রবার সকালে বাড়ি থেকে রাস্তায় বের হলে সঙ্গে সঙ্গে রড দিয়ে এলোপাথারি মাথায় আঘাত করতে থাকে এবং ঘটনা স্থলেই করিম নিহত হয়।
তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মাদকাসক্ত ছেলেকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।