শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার,১০ নভেম্বর ২০১৮ঃ জোটবদ্ধভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে ১১ নভেম্বরের (রবিবার) মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের নির্দেশ জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 শুক্রবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ইসি সচিব বলেছেন, ‘কোনো নিবন্ধিত দল মনোনয়ন দিলে অনিবন্ধিত রাজনৈতিক দলও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট গঠন করলে এই জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে।’

‘এভাবে প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনি তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের (১১ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে।’

এই বিজ্ঞপ্তি দেয়ার আগে ইসির সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন এক সাংবাদিক জানতে চান, অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা নিবন্ধিত দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করতে পারবেন কি না। জবাবে ইসি সচিব বলেন, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অনিবন্ধিত দলের প্রার্থীকে নিবন্ধিত দলের প্রার্থী হিসেবে যদি মনোনয়ন দেয়, তাহলে তো আমরা বাধা দিতে পারব না।’

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে ইসি। এই দলের সদস্যরা স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে কি না কিংবা বিষয়টি খতিয়ে দেখা হবে কি না, তা জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘তারা অন্য দলের প্রতীকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাদেরকে আটকানোর মতো আইন বাংলাদেশে নাই।’

ওই সময় হেলালুদ্দীন আরও জানান, ‘জোটগতভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। ৯ নভেম্বর দলকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে।’

সচিবের বক্তব্যের পরপরই জনসংযোগ শাখা ১১ নভেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।