Tuesday , October 15 2019
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / পিরোজপুর-২ অাসনের বিএনপির দলীয় ফরম সংগ্রহ করলেন এস এম আহসান কবির

পিরোজপুর-২ অাসনের বিএনপির দলীয় ফরম সংগ্রহ করলেন এস এম আহসান কবির

খোলা বাজার ২৪,মঙ্গলবার ,১৩ নভেম্বর ২০১৮ঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর -২ অাসনে ধানের শীষের পক্ষে মনোনয়ন ফরম কিনলেন কাউখালী উপজেলা বিএনপি'র সন্মানিত সভাপতি টানা দুই বার সফল উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।আজ দুপুরে নয়া পল্টন পার্টি অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে পিরোজপুর-২ অাসনের সকলের কাছে দোয়া ও ভোট চেয়েছেন। 

 

Print Friendly, PDF & Email

About kholabazar 24