খোলা বাজার ২৪,বুধবার ,১৪ নভেম্বর ২০১৮ঃ আউয়াল হোসেন,বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মোসলেম আলীর বসত ঘরে চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে মঙ্গলবার রাতের কোন এক সময় ওই বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের জানালার শিক কেটে ঘরে থাকা আসবাবপত্র সহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায় চোরেরা। পরদিন বুধবার সকালে পার্শবতী বাড়ির খাইরুলের স্ত্রী নিলুফা বেগম চুরি হওয়া ঘরের দড়জা খোলা ও জানালার শিক কাটা দেখে ডাকচিৎকার করলে বাড়ির অন্যরা এসে চুরি হওয়ার বিষয়টি আচ করতে পারেন।
এ বিষয়ে বানারীপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।