খোলা বাজার ২৪,সোমবার,১৯ নভেম্বর ২০১৮ঃ রাজধানী ঢাকার উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ‘আব্দুল্লাহপুর’ শাখার কার্যক্রম শুরু হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ নওয়াজ উপস্থিত থেকে দক্ষিণ কেরানীগঞ্জের আনোয়ার হোসেন প্লাজায় এসবিএসি ব্যাংকের ৬৬তম শাখাটি উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ ঘটিকায় শাখা চত্বরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকেদ্দেস আলীসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের শাখার ব্যবস্থাপক সলিল কুমার দত্ত।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক বলেন, আমরা শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এসবিএসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখি নাই। তিনি আরও বলেন, এসবিএসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা পালন করছে। আমাদের সঙ্গে বিশ্বের ১৮৭টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং রয়েছে। সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি।