বৃহঃ. এপ্রি ১৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়ন দাবিতে রবিবার দুপুরে সড়ক অবরোধ ও রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় আহত হয়েছেন ৭ জন।

রবিবার রাতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

জানা যায়, নৌকার মনোনয়ন দাবিতে রবিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী। তারা শহরে মিছিল বের করে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল, টিভিসহ কার্যালয়ের আসবাবপত্র কুপিয়ে তছনছ করেন। এ সময় হুমায়ুন নামে এক ব্যবসায়ীর পার্টসের দোকানও ভাঙচুর করেন তারা।

পরে এ ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও একটি মিছিল বের করেন। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।