Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃ আজ দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুটি আসনে বেগম খালেদা জিয়াকে মনোনয়ন চিঠি দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। এরপর বিভাগ ভিত্তিক বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে চিঠি দেয়া হয়। বরিশাল বিভাগ থেকে যাদের বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে তাদের তালিকা নিচে দেয়া হল:

পিরোজপুর : পিরোজপুর- ১ :……..পিরোজপুর-২,………………পিরোজপুর-৩ : রুহুল আমিন দুলাল ও কর্নেল (অব.) শাহজাহান মিয়া। এই জেলায় মধ্যে পিরোজপুর-১  ও পিরোজপুর-২ আসন এই দুইটি ২০ দলীয় জোটের প্রার্থীদের ছেড়ে দেয়া হয়েছে।তবে কাকে দেয়া হয়েছে তা এখনো জানা যায়নি।  

বরগুনা : বরগুনা- ১ : মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ : নুরুল ইসলাম মনি।

পটুয়াখালী : পটুয়াখালী- ১ : আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ : সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার, সালমা আলম, পটুয়াখালী-৩ হাসান মামুন, মো. শাহজাহান, পটুয়াখালী-৪ : এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির।

ভোলা : ভোলা-১ : …………….., ভোলা-২ : হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ : হাফিজউদ্দিন আহমেদ, কামাল হোসেন, ভোলা-৪ : নাজিমউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম।

বরিশাল : বরিশাল ১ : জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, শহিদুল হক জামাল, বরিশাল-৩ : জয়নুল আবেদীন, সেলিমা রহমান, বরিশাল-৪ : মেজবাহ উদ্দিন ফরহাদ, রাজীব আহসান, বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার, এমাদুল হক চাঁন, বরিশাল-৬ : আবুল হোসেন খান, রশিদ খান।

ঝালকাঠি : ঝালকাঠি -১ : শাহজাহান ওমর, ঝালকাঠি-২ : রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা খান।