খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃ আব্দুল আউয়াল,বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষনার পর থেকে থমকে গেছে দুই উপডজেলার প্রাণচাঞ্চলতা। কেন্দ্র থেকে এমন ঘোষনা আসার পর থেকেই তৃণমূলের নেতা,কর্মী ও সাধারণ সমর্থকদের চোঁখের পাতা ভারি হয়ে ওঠে।
হতাশার মধ্যে পরে যায় আওয়ামী লীগের তৃণমূল। হতাশা কাটিয়ে ২৬ নভেম্বর সন্ধ্যায় পরেই মৌন মিছিল নিয়ে রাস্তায় বেড়িয়ে পরে দলটির দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী, নির্যাতীত নেতা, কর্মী ও সমর্থকরা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তারা জানান,এই আসনে জাতীয় পার্টির ১ পারসেন্ট ভোটও নেই। দীর্ঘ বছর পর্যন্ত নির্বাচনী এলাকার দুই উপজেলায় নেই তাদের কার্যকরী কোন কমিটি। এমন একটি দলকে তাদের মাথার ওপরে চাপিয়ে দেয়া হয়েছে।
এই আসনে যে দলের হয়ে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করে আনাও অনেক কষ্ট সাধ্য। মৌন মিছিলে অংশ গ্রহন করা নেতা,কর্মীরা আরও জানান, তৃণমূল পিছু হটলে হাতেগোনা ৪/৫জন লোক দিয়ে জাতীয় সংসদ নিরর্বাচনের মতো একটি শক্ত লড়াই করা সম্ভব নয়। জাতীয় পার্টি থেকে যাকে এখানে মনোনীত করা হয়েছে তার সাথে মা,মাটির কোন প্রকার সম্পর্ক নেই। এমনকি দুই উপজেলার ইউনিয়ন গুলোর নাম তিনি বলতে পারবেন না।
এ অবস্থায় যে নেতার সাথে শিঁকরের সম্পর্ক রয়েছে,যিনি এই আসনের গণ মানুষের মুখ দেখে তাদের মনের ভাষা বুঝতে পারেন এমন একজন প্রার্থী চান তারা। স্থানীয় প্রার্থীদের মধ্যে তাদের পছন্দের প্রথম তালিকায় রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম। তার পক্ষেই মূলত তারা মৌন মিছিল করেছেন বলেও জানান। মিছিলে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অংশ গ্রহন করতে দেখা যায়।