Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি) নরসিংদী-৪ (মনোহরদী- বেলাবো) আসনের আ.লীগের প্রার্থী এ্যাড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত আসলাম সানীর সমর্থকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১২ টা পর্যন্ত আসলাম সানীর সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কের বেলাব বারৈচা নামক স্থানে সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করেছে।

এসময় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির মনোনয়ন পরিবর্তন সম্বলিত ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান নেয় তার বিরোধী সমর্থকরা।

এমন পরিস্থিতে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষোভকারীরা জানায়,নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে জনগন পছন্দ করেনা।সানী ভাই তরুন নেতা ও ব্যবসায়ী।তাকে আ.লীগ থেকে মনোনয়ন দিলে বেলাব এলাকাবাসী সন্তুষ্ট হবে।তাই আমরা এ মনোনয়ন বাতিল করে আসলাম সানী ভাইকে দিতে আন্দোলন করে যাচ্ছি। 

পুলিশ জানায়,বিক্ষোভের কারনে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।এখন এ সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।