Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদী প্রতিনিধিঃবিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান পলাশে মনোনয়ন পত্র দাখিলের পর সাংবাদিকদের জানান,নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সুবিধা (লেভেল প্লেয়িং ফিল্ড) রাখতে হবে।নির্বাচনে সবাই যদি সমান সুযোগ সুবিধা ভোগ না করতে পারে তাহলে সে নির্বাচন কোন দিন সুষ্ঠ ও নিরপেক্ষ হতে পারবেনা।আমরা জনপ্রতিনিধি হবার জন্য নির্বাচন করছি।

জনপ্রতিনিধি হবো যদি মানুষ আমাকে চায় তাহলে মানুষ যদি না চায় আমি জোর করে মানুষের পকেটে ৫শ',১ হাজার টাকার নোট ঢুকিয়ে দিয়ে কালো টাকা দিয়ে নির্বাচন করে জনপ্রতিনিধি হবো সেটা ও তো কোন অর্থ হয়না।কাজেই সেইভাবে নির্বাচন আমি কোনদিন করি নাই।ভবিষ্যৎ ও করবনা।তিনি আরো বলেন,পেশি শক্তি কালো টাকা এই দুই যদি দূর না করে সরকার এবং নির্বাচন কমিশনার যথেষ্ট আইনের বিধান রেখে তাহলে ও কিন্তু কোন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন হবেনা।

২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে পলাশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির হাতে এ মনোনয়ন পত্র জমা দেন।এসময় আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপি'র সভাপতি মো.এরফান আলী, যুগ্ন-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,সাধারন সম্পাদক প্রফেসর সাইফুল হক,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা প্রমুখ।