Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, বুধবার,২৮ নভেম্বর ২০১৮ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না- অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল বলে উল্লেখ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বলেছেন, ‘বেগম খালেদা জিয়া যেহেতু দুই বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত এবং সাজা বাতিল হয়নি, সেহেতু সংবিধান অনুসারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।’

এ প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ‘কীভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বেগম খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা বলেন। বেগম খালেদা জিয়ার সাজা আপিল বিভাগে বিচারাধীন। তাই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপিল প্রক্রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আপিল মানে এটা একটা প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। আপিল বিভাগের রায় আছে নির্বাচনী তফসিল ঘোষণার পর কে যোগ্য বা অযোগ্য তা ঠিক করবে নির্বাচন কমিশন। আর সেখানে যদি কোনো সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটে তবে সেটা উচ্চ আদালতে আসতে পারে। এখন অ্যাটর্নি জেনারেল যা বলছেন তা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার শামিল। এমন কি তার বক্তব্য আপিল বিভাগের রায় দ্বারা সমর্থিত নয়।’

তিনি বলেন, ‘আপিল বিভাগের রায় অনুযায়ী যেকোনো রিটার্নিং অফিসার বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিতে পারেন। আইনে তাতে কোনো বাধা নেই।’

তিনি আরো বলেন, ‘ইসির নেয়া সিদ্ধান্ত বৈধতা রিটে পরীক্ষা না করতেও আপিল বিভাগের নির্দলীয়তা পরখ করতে চাইলে এটা ভোটের পরে করতে হবে, ভোটের আগে নয়। তফসিলের পরে এগুলো নির্বাচনী বিরোধিতা হিসেবে বিবেচিত হবে। বিষয়টি দেখবেন নির্বাচনী ট্রাইব্যুনাল। হাইকোর্টে বিচারকদের নিয়ে গঠিত ট্রাইব্যুনাল অনধিক ছয় মাসের মধ্যে রায় ঘোষণা করবে।’