Tuesday , May 21 2019
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

খোলা বাজার ২৪,শুক্রবার,৩০ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধি)নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর ১ টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতেুর চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতেুর চেক পোস্টের সামনে ঢাকা (টঙ্গী) থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে প্রাইভেটকারের চাকার নিচেপৃষ্ট করে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা যমুনা নিউজকে জানান, ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24