Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

হিরো আলমের ভাস্কর্য!

খােলাবাজার২৪, মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়ে তারকা বনে যাওয়া ডিশ হিরো আলমের এবার ভাস্কর্য তৈরী করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। হিরো আলমকে নিয়ে ভাস্কর্য বানোনো ছাত্রের নাম উত্তম কুমার। তিনি ঢাবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী। 

উত্তম কুমার ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র। ভাস্কর্যটি তিনি সেখানেই নির্মাণ করেছেন।

নিজের ভাস্কর্য দেখতে এসে হিরো আলম বলেন, ‘আমি জিরো থেকে হিরো হয়েছি। মানুষের ভালোবাসার কারণে জিরো থেকে হিরো। চেহারা কোনো ফেক্টর নয়। ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়।’

হিরো আলমের ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে উত্তম কুমার বলেন, ‘হিরো আলমকে নিয়ে অনেকে সমালোচনা করছে। তিনি কিন্তু থেমে নেই। তিনি যুদ্ধ করেছেন। এটা হচ্ছে আমার এই ভাস্কর্য তৈরি করার প্রাণশক্তি।’

ইতোমধ্যে ভাস্কর্যের কাজ প্রায় শেষের দিকে। হিরো আলম প্রথমে শুনে বিশ্বাস করতে পারেনি যে তাকে নিয়ে সত্যি ভাস্কর্য তৈরি করা হয়েছে।  তাই তিনি নিজে সশরীরে ভাস্কর্যটি দেখতে যান। তবে এই ভাস্কর্য কোথায় স্থাপন করে হবে তা নিয়ে অনিশ্চিত রয়েছে। উত্তম কুমার জানিয়েছেন, ভাস্কর্যটি আপাতত তার নিজের কাছেই রাখবেন।