শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

India’s Ishant Sharma, centre, celebrates with his teammates after dismissing Australia’s Tim Paine during the first cricket test between Australia and India in Adelaide, Australia,Friday, Dec. 7, 2018. (AP Photo/James Elsby)

খােলাবাজার২৪,শুক্রবার,০৭ ডিসেম্বর ২০১৮ঃ অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন আধিপত্য ছিল ভারতীয় বোলারদের। তাদের দাপটে এখন উল্টো লিডের স্বপ্ন দেখছে সফরকারীরা। প্রথম দিনের ৯ উইকেটে ২৫০ রান নিয়ে শুক্রবার দিন শুরু করে ভারত। কিন্তু এদিন স্কোর বোর্ডে কোন রান যোগ করতে পারেনি তারা। দিনের প্রথম বলেই মোহাম্মদ শামিকে আউট করে ভারতীয় ইনিংসের ইতি টানেন জস হ্যাজেলউড। ২৫০ রানেই থামে ভারতের ইনিংস।

প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে অস্ট্রেলিয়া হয়তো স্বপ্ন দেখছিল লিড নেওয়ার। স্বপ্নটা বাস্তব সম্মতও ছিল। কিন্তু ব্যাট করতে নেমে উল্টো পড়ে যায় চাপে। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১৯১ রান। এখন উল্টো ভারতই স্বপ্ন দেখছে লিডের। এখনো ৫৯ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, হাতে লেজের দিকের ৩ উইকেট। অবশ্য ভরসার কথা ট্র্যাভিস হেড অপরাজিত ৬১ রানে।

এদিন রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির সাথে ইশান্ত শর্মা ও যসপ্রিত বুমরাহর পেসে ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। শুরুটা করেন ইশান্ত শর্মা। ইনিংসের তৃতীয় বলেই বোল্ড করেন ওপেনার অ্যারন ফিঞ্চকে (০)।

অন্য ওপেনার মার্কুস হ্যারিসের সাথে যোগ দেন উসমান খাজা। কিন্তু হ্যারিসকে আউট করে দুইজনের জুটি ৪৫ রানে থামিয়ে দেন অশ্বিন। ব্যক্তিগত ২৬ রানে মুরালি বিজয়ের কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত এই অস্ট্রেলিয়ান।

শন মার্শও দ্রুত ফিরে যান অশ্বিনের শিকার হয়ে। খাজার সাথে তখন এসে যোগ দেন পিটার হ্যান্ডসকম্ব। দুইজন ভালোই ব্যাট করছিলেন। কিন্তু খাজাকে (২৮) ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন বুমরাহ। অস্ট্রেলিয়ার দলীয় রান তখন ৮৭।

খাজার পর বেশিক্ষণ ক্রিজে থাকেননি হ্যান্ডসকম্বও (৩৪)। দলীয় ১২০ রানে বুমরাহর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর অধিনায়ক টিম পেইন (৫) দ্রুত ফিরে গেলে প্যাট কামিন্সকে নিয়ে লড়াই চালিয়ে যান হেড। দুই জনের জুটিতে আসে ৫০ রান। এরপরই বুমরাহর এলবিডাব্লুর ফাঁদে পড়েন কামিন্স।

সর্বশেষ মিচেল স্টার্ককে নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন হেড। ১৪৯ বল খেলে করেছেন ৬১ রান। অন্যদিকে স্টার্ক অপরাজিত ৮ রানে।

ভারতের হয়ে ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। আর ইশান্ত ও বুমরাহ নিয়েছেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :

ভারত : ২৫০/১০ (৮৮ ওভার) (রাহুল ২, বিজয় ১১, পুজারা ১২৩, কোহলি ৩, রাহানে ১৩, রোহিত ৩৭, পান্ত ২৫, অশ্বিন ২৫, ইশান্ত ৪, শামি ৬*; স্টার্ক ২/৬৩, হ্যাজেলউড ২/৫২, কামিন্স ২/৪৯, লায়ন ২/৮৩, হেড ০/২)।

অস্ট্রেলিয়া : ১৯১/৭ (৮৮ ওভার) (ফিঞ্চ ০, হ্যারিস ২৬, খাজা ২৮, মার্শ ২, হ্যান্ডসকম্ব ৩৪, হেড ৬১*, পেইন ৫, কামিন্স ১০, স্টার্ক ৮*; ইশান্ত ২/৩১, বুমরাহ ২/৩৪, শামি ০/৫১, অশ্বিন ৩/৫০, বিজয় ০/১০)।