শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,রবিবার,০৯ ডিসেম্বর ২০১৮ঃ স্মার্টফোনের জন্য ৫জি নেটওয়ার্কের উপযোগী হেলিও এম ৭০ চিপসেট আনল মিডিয়াটেক। সম্প্রতি চীনের গুয়াংজু প্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এ চিপসেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগে তাইওয়ানে এক অনুষ্ঠানে প্রথম সামনে এসেছিল হেলিও এম ৭০। ৫জি ছাড়াও টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কে কাজ করবে নতুন এই মোবাইল চিপসেট।


নতুন এ চিপসেটে সাত ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করেছে মিডিয়াটেক। এতে আছে এআরএম কর্টেক্স-এ ৫৩ প্রসেসর, ডুয়েল ক্যামেরা সমর্থন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন। আগামী বছরের মধ্যে দেশটিতে চায়না মোবাইলের সঙ্গে ৫জি নেটওয়ার্ক প্রসারে কাজ করবে মিডিয়াটেক। এর বাইরে হুয়াওয়ে, নকিয়া, এনটিটি ডকোমোর সঙ্গে ৫ জি নেটওয়ার্ক প্রসারে কাজ করবে মিডিয়াটেক।

মিডিয়াটেকের পক্ষ থেকে বলা হয়, কোথাও ৫জি নেটওয়ার্ক না থাকলে এই চিপসেট নিজে থেকেই অন্য নেটওয়ার্কে ফিরে যাবে। সর্বোচ্চ ৫ জিবিপিএস গতিতে তথ্য স্থানান্তর করতে পারবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব ছোট জায়গাতে এই চিপসেট তৈরি করা যাবে। এ কারণে ছোট আকারের স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে।