Wednesday , June 26 2019
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া বিজিবি ও পুলিশের গুলি

বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া বিজিবি ও পুলিশের গুলি


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি ও পুলিশ অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সরারচর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে সরারচর এলাকায় একটি সরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা প্রভাব বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাজিতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24