শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

খােলাবাজার২৪,সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯ঃ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে  শপথ বাক্য পাঠ করান। 

বঙ্গভবন সূত্রে জানা যায়. শেখ হাসিনা বিকেল সাড়ে ৩টায় বঙ্গবভনের দরবার হলে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকেল ৩টা ৩৩ মিনেটে শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। বিকেল ৩.৪০ এর দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। 

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিচারপতিরা, শিক্ষক, কূটনীতিকবৃন্দসহহ এক হাজারের মত অতিথি উপস্থিত আছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব পান শেখ হাসিনা। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এইবার মিলিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী হলেন তিনি।