বুধ. এপ্রি ২৪, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯ঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও উপমন্ত্রী হাবিবুন নাহার আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। মন্ত্রণালয়ে আসার আগে মন্ত্রিসভার অন্যান্য সদস্যবর্গসহ সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মন্ত্রী ও উপমন্ত্রী। তারপর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বেলা দুইটায় তিনি সচিবালয়ে এসে নিজ মন্ত্রণালয়ে যোগদান করেন। নিজ দপ্তরে যোগদানের পর তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিগণের সাথে এক সভায় মিলিত হন। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মন্ত্রী ও উপমন্ত্রীকে মন্ত্রণালয়ে স্বাগত জানান এবং সভার পরিচালনার কাজ শুরু করেন। মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তর ও অধিদপ্তর প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন বর্তমানে পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমরা একটি টিম ওয়ার্ক হিসাবে আমাদের ওপর মাননীয় প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব পালন করবো। পরিবশে, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।