বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ঃ বলা যায়, অনেকটা হেসেখেলেই সিলেট সিক্সার্সকে উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ৬৮ রানে ওয়ার্নার বাহিনীকে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের একপেশে জয় তুলে নিয়েছে কুমিল্লা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিপিএল’র ষষ্ঠ আসরের ১৬তম ম্যাচে টেসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে একমাত্র অলক কাপালি ছাড়া কোনও ব্যাটসম্যানই দ্বিতীয় অঙ্কের কোটা ছুঁতে পারেনি। অভিনায়ক ডেভিড ওয়ার্নার সহ চার ব্যাটসম্যান আউট হন শূণ্য রানে। ৪.৫ ওভারে ৬৮ রানে অলআউট হয় সিলেট।

দলের পক্ষে ডেভিড ওয়ার্নার ০, আন্দ্রে ফ্লেচার ৪, লিটন দাস ৬, আফিফ হোসেন ০, নিকোলাস পুরান ০, সাব্বির রহমান ৬, সোহেল তানভীর ৫, তাসকিন আহমেদ ৪, নাবিল সামাদ ০, আল আমিন হোসেন ৫ রান করে আউট হন। তবে দুঃসময়ে কিছুটা প্রতিরোধ গড়ে অলক কাপালি ৩১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে কুমিল্লার মেহেদী হাসান প্রথম ওভারে তুলে নেন তিনটি উইকেট। নিজের ৪ ওভার শেষে তুলে নেন চারটি উইকেট। ওয়াহাব রিয়াজ নেন তিনটি উইকেট। লিয়াম ডসন নিজের ৩ ওভারে ৪ রানের বিনিময়ে নেন দুটি উইকেট এবং মোহাম্মদ সাইফুদ্দিন পান একটি উইকেট। ইনিংস শেষে শহীদ আফ্রিদি উইকেট শূণ্য থাকেন।

জবাবে ৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় কুমিল্লার। দুই ওপেনার এনামুল হক বিজয় ও তামিম ইকবাল রান শূণ্য ব্যাট নিয়েই সাজঘরে ফেরেন।

তবে দুই ওপেনার ব্যর্থ হলে দলের জাল ধরেন অধিনায়ক ইমরুল কায়েস এবং শামসুর রহমান। ৫১ বলে ৫৯ রানের অনবদ্য একটি জুটি গড়েন এই দুই ক্রিকেটার। ইমরুল ২২ বলে দুই বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারি হাঁকিয়ে করেন ৩০ রান। অন্যদিকে শামসুর রহমান ৩৭ বলে ৫টি বাউন্ডারিতে তুলেন ৩৪ রান।

এদিকে টানা চার ম্যাচ হারের পর সিলেট পর্বে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।