শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার ২৪, শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯ঃ  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু উপলক্ষে আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো.আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

পরীক্ষা হল পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসমুক্ত, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এজন্য কঠোর ও তীক্ষ¥ গোয়েন্দা নজরদারি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলে তৎপর রয়েছেন। গতবছর কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি।
এবার সেই ব্যবস্থাগুলো আরো জোরদার করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করি কেউ অপচেষ্টার সাথে যুক্ত হবেন না। কোন অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, আজকের
শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। দেশ আমাদের সকলের।  সকলের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব। প্রশ্ন ফাঁসের চাহিদা না থাকলে
প্রশ্ন ফাঁস হবে না উল্লেখ করে তিনি বলেন, এজন্য অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।

নির্দেশনা মোতাবেক সকল প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করি সারাদেশে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে
পরীক্ষা শেষ হবে। এক্ষেত্রে গনমাধ্যমের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি
সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী
অংশ নিচ্ছে।