শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯ঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারত সফরে গেছেন। বুধবার বিকেল ৫টায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। আগামীকাল নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর সরকারের উচ্চ পর্যায়ের কারও এটাই প্রথম ভারত সফর।

সফরের পূর্বে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সফরে রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের অধিকতর সমর্থন চাইবেন তিনি।

তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু। সব সময় সব পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থেকেছে। একাদশ জাতীয় নির্বাচনের পর বিদেশি নেতাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানিয়েছেন। এ কারণে প্রথম সফরে ভারতে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ড. মোমেন বলেন, ‘বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্নিষ্ট সবগুলো বিষয়ই আলোচনায় আসবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সমুদ্র এবং স্থল সীমান্ত-সংক্রান্ত সমস্যার ঐতিহাসিক সমাধান হয়েছে। এই অর্জন অনন্য। এবারের জেসিসি বৈঠকে দু’দেশের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।