শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

প্রাক-প্রাথমিক শিক্ষায় কার্টুন খুবই গুরুত্বপূর্ণ: রবার্ট মিলার

খােলাবাজার ২৪, শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষায় কার্টুন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় গিয়ে তিনি এ মন্তব্য করেন। রবার্ট মিলার বেলা ১২টার দিকে মেলা প্রাঙ্গনে যান। এসময় তিনি শিশুদের সঙ্গেও সময় কাটান।

রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সাল থেকে ইউএসএআইডির সহযোগিতায় সিসিমপুর চলছে। এটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যা নিউইয়র্কে কিছু কার্টুন চরিত্রের আদলে সৃষ্টি। বর্তমানে এটি বাংলাদেশের তিন মিলিয়ন শিশুর কাছে পৌঁছে গেছে। এটি শুধু টিভি অনুষ্ঠানই নয়, এটি একটি প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা। আমরা আমাদের সময়ে থাকা কার্টুন চরিত্রের সঙ্গে বড় হয়েছি। এখানকার শিশুরা বড় হচ্ছে হালুম ইকরি টুকটুকির সঙ্গে।’

মেলায় সিসিমপুর স্টলে শিশুদের অনেক ভিড় দেখা যায়। অনেক শিশুই  হালুম, ইকরি, টুকটুকিদের সঙ্গে খেলায় মেতে ওঠে।