বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ

খােলাবাজার ২৪,শুক্রবার, ১ মার্চ ২০১৯ঃ জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋন খেলাপির তালিকা প্রকাশ করেছেনন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ অধিবেশনে সরকারি দলের ওয়ারেসাত হোসেন বেলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে দুই লাখ ৬৬ হাজার ১১৮ জন ঋণখেলাপি রয়েছেন। এদের মধ্যে ২০ ঋণখেলাপির নাম পরিচয়সহ তালিকা সংসদে দেয়া হয়েছে।’

একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী শীর্ষ বিশ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেন। সংসদে অর্থমন্ত্রীর দেয়া শীর্ষ বিশ ঋণখেলাপির মধ্যে রয়েছে- কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড, সামানাজ সুপার ওয়েল লিমিটেড, বি আর শিপিং মিলস, সুপ্রভ ফুটওয়ার, রাইজিং স্ট্রিল, কম্পিউটার সোর্স লিমিটেড, বিনিটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স শিপিং মিলস, এস এ ওয়েল রিফাইনারী লিমিটেড, রুবিয়া ভেজিটেবল ওয়েল।

এছাড়াও রয়েছ- আনোয়ারা শিপিং মিল, ক্রিসেন্ট লেদার মিলস, সুপ্রভ রোটর শিপিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়ারস, সিদ্দিক ট্রেডার্স, রুপালী কম্পোজিট লেদার ওয়্যার, অ্যালপা কম্পোজিট টাওয়েলস এবং এম এম ভেজিটেবল ওয়েল প্রডাক্টস লিমিটেড।