শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

রক্তাক্ত রাঙ্গামাটি: এখনই সব জানাতে নারাজ মাহবুব তালুকদার
খােলাবাজার ২৪,বুধবার, ২০ মার্চ ২০১৯ঃরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২ নির্বাচন কর্মকর্তাসহ ৭ জন নিহতের ও অনেকেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

একইসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকেরা উল্লিখিত ঘটনা সম্পর্কে আমাকে তিনটি প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো হলো; ‘এ ঘটনার কারণ কী? এ ঘটনার ব্যর্থতার দায় কার? কারা এ ঘটনা ঘটিয়েছে?’ আমি মনে করি তাৎক্ষণিকভাবে এসব প্রশ্নের উত্তর দেয়া সমীচীন নয়। ঘটনাটি সম্পর্কে তদন্ত করে এর কারণ ও দায়-দায়িত্ব নিরুপন করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের পূর্বে যে কোনও বক্তব্য তদন্তকার্যকে ব্যাহত ও বিভ্রান্ত করতে পারে।’

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য তিনি এ নিন্দা জানান।

এ নির্বাচন কমিশনার বলেন, ‘গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ৪৮ বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা। এই কাপুরোষিত আক্রমণ ও নিরাপরাধ মানুষ হত্যার বিষয়ে নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। এহেন অমানবিক বর্বরোচিত হামলায় যে ৭ জন নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছে ঢাকা ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমি তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি। একইসঙ্গে আমি হতাহতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’

মাহবুব তালুকদার বলেন, ‘আজ সকালে আমি ঢাকা সিএমএইচে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিই। সেখানে মোট ৭ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজনের অপারেশন হয়েছে। অন্যদেরও অপারেশন করা হবে। একজন সিসিইউতে রয়েছেন। সিএমএইচের ডাক্তারদের সঙ্গে কথা বলে ধারণা হয়েছে, আহতদের আরোগ্য করার জন্য সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীও পরে সিএমএইচ পরিদর্শন করেন।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা আরোও জানতে চেয়েছেন, ‘এ বিষয়ে কমিশন কী ব্যবস্থা নেবে?’ আমি বলবো- কমিশন তো অবশ্যই ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনার এ ঘটনা সম্পর্কে বিশদ জানতে ও আহতদের দেখতে আজ সকালে চট্টগ্রাম গেছেন। তিনি চট্টগ্রাম থেকে ফিরে এলে কমিশনের সকল সদস্য আলোচনা করে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, গতকাল সোমবার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিনটি কেন্দ্র থেকে নির্বাচনকর্মীরা ফেরার পথে তাদের ওপর সশস্ত্র হামলা হয়। বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং অফিসারসহ ৭ জন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন। ওই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়েছে।