শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২৩ মার্চ ২০১৯ঃনিউজিল্যান্ডের মসজিদে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর বর্বর হামলার পর আজ শনিবার এই প্রথমবারের মতো ক্রাইস্টচার্চের প্রধান মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে শুরু করেছেন। এদিকে ভয়াবহ হত্যাযজ্ঞের পর দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত বন্দুকধারী ব্রেন্টন ট্যারান্ট জুম্মার দিনে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালানোর পর তদন্ত ও নিরাপত্তাজনিত কারণে এতোদিন আল নুর মসজিদ পুলিশের নিয়ন্ত্রণে ছিল। এ ছোট মসজিদে গত শুক্রবার নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলায় ৫০ জন নিহত হয়। এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

শনিবার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে মসজিদটি ফের হস্তান্তর এবং স্বল্প পরিসরে মসজিদের কার্যক্রম শুরু করা হয়েছে।

আল নুর মসজিদের খাদেম সৈয়দ হাসান বলেন, ‘আমরা ১৫ জন করে মসজিদে প্রবেশের অনুমতি দিচ্ছি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এটা করা হচ্ছে।’

তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মসজিদ কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।