শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ০১ এপ্রিল ২০১৯ঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ইনসেনটিভ রেমিট (এম) ও ফেলডা মোবাইল মালয়েশিয়ার সাথে ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপে’র মাধ্যমে রিয়েল টাইম রেমিটেন্স সেবা চালু করেছে। ফেলডা মোবাইল এসডিএন বিএইচডি মালয়েশিয়া সরকারের সংস্থা ফেলডা (ফেডেরেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি)এর সাথে একটি যৌথ উদ্যোগী প্রতিষ্ঠান।

এই সেবা’র মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী শ্রমিকবৃন্দ ইউপে ওয়ালেটের মাধ্যমে সরাসরি দেশে তাদের পরিবারের সদস্যদের টাকা পাঠাতে পারবেন। এটি বাংলাদেশে প্রথম রিয়েল টাইম রেমিটেন্স সেবা যেখানে সকল প্রকার নীতিমালা  ও এএমএল নির্দেশনা পরিপালন করা হয়েছে। ইউপে’র পাশাপাশি রেমিটেন্স পাঠাতে ইউসিবি’র অন্যান্য চ্যানেল যেমন, শাখা, এজেন্ট ব্যাংকিং, ইউক্যাশ প্রভৃতিও ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরি, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবিল মুস্তাফিজুর রহমান, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা জনাব এন মুস্তাফা তারেক, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইনসেনটিভ রেমিট (এম) এসডিএন বিএইচডি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মানিন্দর ভুল্লার, মার্ভেল কমিউনিকেশন এসডিএন বিএইচডি এর সিইও জনাব রাম কুমার, ফেলডা মোবাইল এসডিএন বিএইচডি এর সিইও ও পরিচালক জনাব এম সাব্বির চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।