শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

এছাড়াও ব্যাংকের সব প্রবাসী প্রায়োরিটি ক্লায়েন্ট বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রায়োরিটি সেন্টার ব্যবহার করা ছাড়াও আরও অনেক প্রায়োরিটি ব্যাকিং সুযোগ সুবিধা ভোগ করতে পারবে গোটা বিশ্ব জুড়ে।

স্বদেশি ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকগণ পাবেন-

সহজ অর্থ স্থানান্তর সুবিধা- আমাদের বিশ্বব্যাপী ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে সহজেই অর্থ লেনদেন করতে পারবেন।
অফশোর থেকে এনআরবি বন্ড ক্রয়ের সুবিধা- এনআরবি গ্রাহকগণ সরকারি সঞ্চয়পত্রগুলোতে বিনিয়োগ করে সম্পূর্ণ করমুক্ত আয় উপভোগ করতে পারবেন। ক্লায়েন্টরা ইউএসডি ইনভেস্টমেন্ট বন্ড, ইউএসডি প্রিমিয়াম বন্ড এবং ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড নিতে পারবেন এবং তাদের বসবাসরত দেশ থেকে সুবিধামত বিনিয়োগ করতে পারবেন।

বৈদেশিক মুদ্রা আমানত বাড়ানো- নন-রেসিডেন্ট ফরেন কারেন্সী ডিপোজিট (এনএফসিডি) অ্যাকাউন্টের মাধ্যমে ক্লায়েন্ট বিদেশি মুদ্রায় তাদের ব্যালেন্স এবং ইন্টারেস্ট আয় বজায় রাখতে পারবেন এবং আকর্ষণীয় ইন্টারেস্ট হার উপভোগ করতে
পারবেন।

দেশে সম্পত্তি ক্রয়- ক্লায়েন্ট এনআরবি হোম লোন-এর মাধ্যমে সহজ অর্থায়নে গৃহ ক্রয় করতে পারবেন। সুবিধাগুলোর মধ্যে থাকছে আকর্ষণীয় ইন্টারেস্ট হার; ৭৫% এর `লোন টু ভ্যাল্যু` অনুপাত এবং ১৫ বছরের কিস্তিসহ আরও অনেক সুবিধা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সবচেয়ে পুরনো আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং বাংলাদেশে একমাত্র পরিপূর্ণ আন্তর্জাতিক ইউনিভার্সাল ব্যাংক। পণ্য ও পরিষেবাগুলোতে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ রিটেইল ক্লায়েন্টদের অর্থায়নে অগ্রণী ভূমিকা রেখেছে।