শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, সোমবার, ১৩মে ২০১৯ঃ একদিকে গরমের দাবদাহ, অন্যদিকে রমজান ৷ এসময় গলা ভেজাতে সবথেকে পছন্দের পানীয় রুহ আফজাই বাজার থেকে উধাও ৷ হাহাকার দেশ জুড়ে ৷ রুহ আফজার আকাশ ছোঁয়া চাহিদার সময়েই অমিল এই বহুল জনপ্রিয় প্রোডাক্ট ৷ এমন সময় সাহায্যের আশ্বাস প্রতিবেশী পাকিস্তানের ৷

শুধু ভারত নয়, পাকিস্তানেও বহুল জনপ্রিয় রুহ আফজা ৷ ভারতে অমিল হলেও প্রতিবেশি দেশের বাজারে রমরমিয়ে বিকোচ্ছে রুহ আফজা ৷ পাকিস্তানি রুহ আফজার প্রস্তুতকারক পাকিস্তানি হমদর্দ সংস্থার কর্ণধার এই রমজান মাসে ভারতে রুহ আফজার যোগান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ৷

পাকিস্তানি হমদর্দ কোম্পানির এমডি ও সিইও ওসামা কুরেশি নিজে ট্যুইট করে বলেন, ‘রমজানের এই পবিত্র মাসে আমরা ভারতে রুহ আফজার যোগান দিতে পারি ৷ ভারত সরকার অনুমতি দিলে এখনই ট্রাকে করে ওয়াগা বর্ডারে রুহ আফজা পাঠাতে পারি ৷

রুহ আফজার সবথেকে বেশি বিক্রি বাড়ে এই রমজানের মাসে ৷ গরমের কারণেও বছরের বেশিরভাগ সময়ই রুহ আফজার চাহিদা থাকে আকাশছোঁয়া ৷ রোজা শেষের পর গলা ভেজাতে দরকার প্রথম পছন্দ রুহ আফজা ৷ সারাদিন কিছু না খেয়ে থাকার পর গোলাপের গন্ধ মেশা এই পানীয় দিয়েই শুরু হয় ইফতার ৷ মেনু থেকে রুহ আফজা বাদ পড়ায় সমস্যায় সকলে৷  রুহ আফজার অভাবে গোটা দেশে এখন চলছে হাহাকার ৷ সেই সমস্যার সমাধানেই পাকিস্তান বাড়াল সাহায্যের হাত ৷ যদিও ভারতের তরফে এর কোনও উত্তর মেলেনি ৷

জানা গিয়েছে রুহ আফজা প্রস্তুতকারক সংস্থা হামদর্দের মালিক পক্ষের মধ্যের বিবাদই রুহ আফজা অমিল হওয়ার কারণ ৷ এই বিবাদই রুহ আফজা উৎপাদনে প্রভাব ফেলেছে বলে দাবি বিক্রেতাদের ৷ কিন্তু সংস্থার তরফে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ উল্টে সংস্থার দাবি, রুহ আফজা উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ হার্বাল প্রোডাক্ট না মেলাতেই এই বিপত্তি ৷ এক সপ্তাহের মধ্যেই চাহিদা মতো রুহ আফজার যোগান দিয়ে এই অভাব পূর্ণ করে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন হামদর্দ সেলস এবং মার্কেটিং চিফ মনসুর আলি ৷

শুনলে আশ্চর্য হবেন, পাকিস্তানি রুহ আফজা আসলে ভারতীয় রুহ আফজার সঙ্গে রক্তের সম্পর্কে আবদ্ধ ৷ উল্লেখ্য, ১৯০৬ সালে হাকিম হাফিজ আব্দুল মাজিদের হাতে পুরনো দিল্লিতে হমদর্দ সংস্থার গোড়াপত্তন ৷ এই সংস্থার সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট এই রুহ আফজা ৷ ১৯৪৮ সালে দেশ ভাগের পর হাকিম হাফিজ আব্দুল মাজিদের পুত্র হাকিম মহম্মদ পাকিস্তানে গিয়ে পাকিস্তানি হমদর্দ নামে নতুন কোম্পানি খোলেন ৷ প্রস্তুতির রেসিপি এক রেখে তাদেরই তৈরি করা রুহ আফজা রমরমিয়ে চলছে বর্ডারের ওপারে ৷