শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার, ১৯মে ২০১৯ঃ সারা দিন রোজা থাকার পর শরীরে এমনিতেই পানির ঘাটতি দেখা দেয়। তার মধ্যে এই গরমে পানীয়ের চাহিদা  আমাদের অনেক বেড়ে যায়।

তাই অনেকেই পানীয় হিসেবে রুহ আফজা কেনেন।কারন রুহ আফজায় রয়েছে,  সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, জিংকসহ বিভিন্ন ধরনের ভেষজ উপাদান থাকায় রুহ আফজা শরীরকে দ্রুত সতেজ করে।

তাই এই গরমে বেশি বেশি করে ঠান্ডা পানীয় এবং শরবত খাওয়া উচিত।আর রোজা রাখলে তো ঠান্ডা পানীয় রুহ আফজার শরবতের কোনো বিকল্পই নেই।বাজারে হামদর্দের রুহ আফজা পাওয়া যায় ৭৫০ মিলি ও ৩০০ মিলি বোতলে। ৭৫০ মিলির দাম সাড়ে ৫০০ টাকা থেকে শুরু। ৩০০ মিলির দাম ১৩০ টাকা।

এ ছাড়া ট্যাং ৭৫০ গ্রাম ৫২০ টাকা, রাসনা ফ্রুট প্লাস ম্যাঙ্গো জার ৭৫০ গ্রাম ৩৮০ টাকা, ফাস্টার ক্লার্কস তাত্ক্ষণিক ফ্লেভার লেবু পানীয় ৭৫০ গ্রাম ৫৪০ টাকায় পাওয়া যায়।