Saturday , September 21 2019
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / স্টার সিনেপ্লেক্সে এক দিনে তিন ছবি

স্টার সিনেপ্লেক্সে এক দিনে তিন ছবি

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার২৩ মে,২০১৯ঃ স্টার সিনেপ্লেক্সে ২৪ মে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘জন উইক : চ্যাপ্টার ৩’, ‘ব্রাইটবার্ন’ এবং ‘আলাদিন’।

জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক : চ্যাপ্টার ৩’। যা পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো আরও একঝাঁক অভিনয়শিল্পী।

ভৌতিক সিনেমা ‘ব্রাইটবার্ন’-এর পরিচালক জেমস গুন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ।

অন্যদিকে, আবারও হলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনির চলচ্চিত্র ‘আলাদিন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলো ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘আলাদিন’। এবার সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াল্ট ডিজনি পিকচার্স’।

আলাদিনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমসখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। সিনেমাটির সবচেয়ে বড় চমক, এতে আলাদিনের  দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। উইল স্মিথ ছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডীয় অভিনেতা মেনা মাসুদকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, নাওমি স্কট, মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ আরও অনেকে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24