বৃহঃ. মার্চ ২৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার, ৩০জুন,২০১৯ঃ বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের ম্যাচ যতই কমে আসছে ততই বাড়ছে উত্তেজনা। কোন কোন দল যাচ্ছে সেমিফাইনালে। ইতোমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে অষ্ট্রেলিয়া। ভারতের অবস্থানও ভাল। ধরেই নেয়া যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত সেমিফাইনালে যাচ্ছে। এরপরে তৃতীয় ও চতুর্থস্থান নিয়েই যত হিসাব-নিকাশ। এই লড়াইয়ে আছে নিউজিল্যাল্ড, পাকিস্তান, ইংল্যান্ড এবং বাংলাদেশ।

নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে ১১। খেলা বাকি আছে একটি। তাও আবার ইংল্যান্ডের সঙ্গে। যদি ইংল্যান্ড জিতে যায় এবং আজকের খেলায় যদি ভারতকে হারাতে পারে তবে ইংল্যান্ডের পয়েন্ট হবে ১২। অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট হচ্ছে ৯। খেলা বাকি আছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে হারাতে পারে তবে তাদের পয়েন্ট হবে ১১। আর যদি পাকিস্তান জিতে যায় তবে ১১ পয়েন্ট  হবে তাদেরও।

এক্ষেত্রে এই চারটি দলের মধ্যে যার পয়েন্ট ১১-এর উপরে থাকবে সে দল যাবে সেমিফাইনালে। আর বাকি তিনটি দলের পয়েন্ট যদি ১১ থাকে তবে রান রেট যে দলের ভালো সে চতুর্থ দল হিসেবে সেমিফাইলে উঠবে।

যদি বৃষ্টির জন্য খেলা পরিত্যাক্ত হয় তবে সব হিসাব গোলমেলে হয়ে যাবে।

এবার জেনে নিন কোন দলের কত পয়েন্ট :

দল খেলা জয় পরাজয় পরিত্যাক্ত রানরেট মোট পয়েন্ট
   অস্ট্রেলিয়া + ১৪
   ভারত +১.১৬ ১১
   নিউজিল্যান্ড +০.৫৭২ ১১
  পাকিস্তান ০.৭৯২
   ইংল্যান্ড +১.০৫১
  বাংলাদেশ ০.১৩৩
   শ্রীলঙ্কা ১.১৮৬
   দক্ষিণ আফ্রিকা ০.০৮
   ওয়েস্ট ইন্ডিজ ০.৩২
   আফগানিস্তান ১.৪১৮