শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

রবিবার মধ্যরাতে তাজিকিস্তান পৌঁছানোর পর গতকাল সকালে খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ জেমি ডে। তবে এ প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে কাল স্থানীয় সময় বিকালে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা।

বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাজিকিস্তান লিগের তৃতীয় স্থানে থাকা দল কুকতোশের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তান লিগের সাবেক চ্যাম্পিয়ন সিএসকেএ পামির দুশানবের মুখোমুখি হবে জেমি ডে’র দল।

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ বাছাই অভিযান। ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৪৯তম। বাংলাদেশ ১৮২তম। দুই দলের সর্বশেষ দেখায় ২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।