Sun. Jul 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার,১৮অক্টোবর,২০১৯ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ করে নাতীর হাতুরি আঘাতে নানী নিহত হয়।
বৃহস্পতিবার রাত্রে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নোর কুড়ের পাড় গ্রামে বৃদ্ধ নানীকে হাতুরী পিটিয়ে খুন করেছে আপন মেয়ের নাতী পলাশ( ১৮), বৃদ্ধা ফুলমালা (৭০)কে। বৃদ্দা ফুলবানু হচ্ছে কুড়ের পাড় গ্রামের সুন্দর অালী ওরফে সুন্দুর স্ত্রী।

খোজনিয়ে জানা যায়, পলাশ হচ্ছে সুন্দুরে মেয়ে সাথী অালীর পুত্র তার পিতা নাম অামিনুল ইসলাম,পলাশ নানীর বাড়িতে ই থাকে,ঘটনার দিন রাতে পলাশ নানী কে ভাত দিতে বললে নানী গালগালি করে পাল্টা পলাশ ও গালাগালি করে পরে নানী পলাশ কে লাথি মারে এজন্য সে রাগে ও ক্ষোপে একটি হাতুরী দিয়ে নানীর মাথায় অাঘাত করতে থাকে সাথে সাথে রক্ত ক্ষরন হয়ে নানী মারা যায়,নানী মারা যাওয়ার পর পলাশ ই পুলিশ কে সংবাদ দেয়, সংবাদ পেয়ে মাধবদী থানার ওসি মোঃ অাবু তাহেয় দেওয়ান ও সেকেন্ড অফিসার এনায়েত হোসেন মামুন ঘটনা স্থলে এসে নিহতের নাতী পলাশকে গ্রেফতার করে মাধবদী থানায় নিয়ে যায়।

মাধবদী থানার ওসি মোঃআবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানীর সাথে ঝগরার এক পর্যায়ে হাতুরী দিয়ে নানীর মাথায় আঘাত করে, রক্ত ক্ষরন হয়ে বৃদ্ধা ফুলমালা মাড়া যায়। নিহতের নাতী পলাশকে আটক করে থানাতে নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মরগে পাঠানো হয়েছে।