শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,০৪নভেম্বর,২০১৯ঃ ২০ ওভারের ম্যাচে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দেশি-বিদেশি খেলোয়াড়দের সঙ্গে মুশফিকদের প্রশংসায় উত্তাল সোশ্যাল মিডিয়া। মন্ত্রী, এমপি থেকে বাদ যাননি সাধারণ ভক্তরাও।

রোববার (৩ নভেম্বর) ভারতের মাটিতে মুশফিকুর রহিমের রোমাঞ্চকর ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। সীমিত ওভারের ১ হাজার তম ম্যাচটি উভয় দলের জন্য নতুন মাইলফলকের হলেও বাংলাদেশের জন্য ছিল লজ্জা রক্ষার ম্যাচ। কারণ এ ম্যাচে হেরে গেলে শ্রীলঙ্কার ন্যায় টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড হতো বাংলাদেশের।

এছাড়াও, অতীতে স্মৃতি মনে করে রোহিত শর্মাদের বিপক্ষে তীরে এসে তরি ডুবানোর শঙ্কাও ছিল টাইগার ভক্তদের মাঝে।
তাইতো গুরুত্বপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই টিভির পর্দায় চোখ ছিল ক্রিকেট ভক্তদের মাঝে। মুশফিকদের ভারত বধে স্বাভাবিকভাবেই উল্লসিত দেশের ক্রিকেট প্রেমিরা। ঐতিহাসিক এ জয়ে সোশ্যাল মিডিয়ায় মুশফিকদের প্রশংসায় ভাসাচ্ছেন তারা। নিজ নিজ টুইটার ও ফেসবুকে টাইগারদের বন্দনায় মেতেছেন দেশের অগণিত ক্রিকেট প্রেমিরা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের টুইটবার্তায় এ জয়কে টিম-ওয়ার্ক উল্লেখ করে টাইগারদের অভিনন্দন জানান তিনি। বলেন, ‘মুশফিক সত্যিই দুর্দান্ত। গ্রেট অ্যাপোর্ট এবং দারুণ টিম- ওয়ার্ক। এ ধারা অব্যহত থাকুক-এটাই আশা করি।’

আইসিসির নিষেধাজ্ঞায় চলমান এ সিরিজে অংশ নিতে না পারা সাবেক অধিনায়ক সাকিব আল হাসান গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত৷’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এক টুইটবার্তায় মুশফিক-রিয়াদদের প্রশংসা করে লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশকে, বিসিসিআইয়ের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি জয়ের জন্য। উভয় দলের জন্যই খুব কঠিন ম্যাচ ছিল এটি। দীর্ঘ প্রতীক্ষিত এই ম্যাচের মতোই সিরিজের বাকি ম্যাচগুলোতে এমন ধারাবাহিকতা থাকবে বলে আশা রাখি।’

শ্রী নীতিশ রায় নামে একজন ফেসবুকে লিখেন- ‘সাকিব, তামিম ছাড়া জয় পেয়েছে বাংলাদেশ টিম। আমি মনে করি, আমাদের একটা টাইগার নয়, ১৩টা টাইগার আছে। শুভ কামনা রইলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। আশা করি পরের ম্যাচ জিতে দেখিয়ে দেব সাকিব ভাইকে।’

মুশফিকদের প্রশংসা করে আশেক রাফসান নামে একজন লিখেন, ‘দেশের ক্রিকেটের এতো বাজে সময়ে ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয়টা খুব দরকার ছিল। সাকিব, তামিম ও সাইফউদ্দিনের অনুপস্থিতিটা বুঝতেই দেয়নি  টাইগাররা।’

ফয়সাল মাহমুদ নামে অন্য একজন লিখেছেন, ‘তিন বছর আগে ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে না পারা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ এবার চ্যালেঞ্জিং কন্ডিশনে মিলিয়ে দিলেন ৩ ওভারে ৩৫ রানের সমীকরণ। সবার সম্মিলিত অবদানে দিল্লিতে শোনা গেল বাঘের অর্জন। বাংলাদেশ পেল এক অনির্বচনীয় স্বাদ। শক্তিশালী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়। সেটাও এলো ভারতের মাটিতে। অভিনন্দন বাংলাদেশ।’

এমন জয়ে মুশফিকদের বন্দনায় শুধু দেশিয় ক্রিকেট ভক্তরা নয়, ভারতের সাবেক ক্রিকেটাররাও বাংলাদেশকে প্রশংসায় ভাসাচ্ছেন। ভারতের নবনিযুক্ত ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বাদ যাননি হার্শা ভোগলে ও ভিভিএস লক্ষ্মণের মত খেলোয়াড়রাও।

এদিকে, ঐতিহাসিক এ ম্যাচে জয় পাওয়ায় তিন ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে গেছে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পাওয়ায় নিশ্চিতভাবে সিরিজ জয়ের স্বপ্ন একটু ভারি হয়েছে টাইগার শিবিরে। সে লক্ষ্যে আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা।