শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,১১নভেম্বর,২০১৯ঃ ইন্টারনেটভিত্তিক ভিডিও গেমিংয়ে শিশুদের আসক্তি ক্রমেই বেড়ে চলেছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা খুবই উদ্বিগ্ন। ভিডিও গেমে আসক্তি শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে।

শিশুদের ভিডিও গেমে আসক্তির ক্ষেত্রে এগিয়ে আছে চীন। দেশটিতে অনলাইনে গেম সহজপ্রাপ্য হওয়ায় শিশুকে সেদিকেই ঝুঁকে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার শিশুদের অনলাইনে গেম খেলার ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে সরকার। সরকারের এই কড়াকড়িকে কারফিউ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

দেশটির নতুন আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কিশোররা রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনলাইনে গেম খেলতে পারবে না। সারাদিনে তারা মাত্র ৯০ মিনিট গেম খেলতে পারবে। আর তরুণরা অনলাইনে টাকা দিয়ে গেম খেলার ক্ষেত্রে প্রতি মাসে তাদের ২৮ ডলার (২,৩৭৫ টাকা) ব্যয় করতে হবে। তবে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের গেম খেলতে খরচ পড়বে ৫৬ ডলার (৪,৭৫০ টাকা)।