শনি. এপ্রি ২০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২১নভেম্বর,২০১৯ঃ আমাদের সন্তানরা আরেকবার রাস্তায় নামলে পুলিশ, গাড়ির মালিক-শ্রমিক কারও পিঠে চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

এ কারণে তিনি সবাইকে সাবধান করে বলেছেন, সড়কে সবাই আইন মেনে চলুন। কোনো দুর্ঘটনা যেন আর না ঘটে।

বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষকে সাবধান করে এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, নতুন সড়ক পরিবহন আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সরকার ও ট্রাফিক পুলিশের কিন্তু জরিমানা আদায়ের উদ্দেশ্য না। আমরা এখন ঢাকা মহানগরীতে প্রতি মাসে ৬-৭ কোটি টাকা জরিমানা করি। সরকারের কাছে এই টাকা একেবারেই নস্যি, সরকারের এই টাকার প্রয়োজন নাই।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা থাকলে মামলা করার প্রয়োজন নাই। মূল বিষয় হলো সবাই যেন আইনটা মেনে চলে।

শফিকুল ইসলাম আরও বলেন, নতুন এই আইনের পর আমরা মালিক-শ্রমিক-পুলিশ যদি সড়কে শৃঙ্খলা আনতে না পারি, তাহলে আমাদের সন্তানরা সম্মিলিতভাবে আমাদের রাস্তা থেকে তুলে দেবে। রাস্তায় আপনিও নামতে পারবেন না, আমিও ডিউটি করতে পারবো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ডিএমপির এই ট্রাফিক সচেনতামূলক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।