শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,০৪ফেব্রুয়ারি,২০২০ঃ ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা-২০২০ সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্যাভিলিয়ন তৃতীয় স্থান অর্জন করছে।

গতকাল (৩ ফেব্রুয়ারী ২০২০) সোমবার মেলা প্রাঙ্গনে বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) জনাব জেসমিন নাহার মহোদয়ের হাতে সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে তৃতীয় স্থান অর্জনের ট্রফি ও সনদপত্র তুলে দেন।

এসময় বাণিজ্য সচিব জনাব ড. মোঃ জাফর উদ্দীনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিসিক নকশা ও বিপণন বিভাগের সার্বিক তত্বাবধানে প্রায় ২৫০০ বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

‘‘বিসিক প্যাভিলিয়নে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের স্টল বরাদ্দ দেওয়া হয়। স্টলগুলো থেকে ক্রেতাগণ জামদানি, মধু , চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, ঐতিহ্যবাহী শীতলপাটি, শতরঞ্চি ও গৃহিণীদের নিজ হাতে তৈরি দেশীয় আচার সহ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য ক্রয় করতে পারছেন’’